আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩১
কামরুল হাসান বাবলু : দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি সামনে রেখে একের পর এক ভেঙে দেয়া হচ্ছে বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি। রদবদল করা হচ্ছে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে। এ নিয়ে বিএনপি’র ভেতরে-বাইরে চলছে নানা আলোচনা। সূত্র বলছে, দ্রুতই বিএনপি’র মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি, অঙ্গ-সংগঠনগুলোর কমিটিও পুনর্গঠন করা হবে। দলটির স্থায়ী কমিটির শূন্যপদগুলোও পূরণ করা হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা পদোন্নতি পাওয়ার আশ্বাসও পেয়েছেন।
ঢাকা মহানগর উত্তরে আলোচনায় যারা: উত্তরে আহ্বায়ক কমিটি কিংবা আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে। নতুন এই কমিটিতে সভাপতি কিংবা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব আমিনুল হক এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব। সদস্য সচিব কিংবা সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক যুবদল নেতা এসএম জাহাঙ্গীর এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
আলোচনায় সাইফুল আলম নীরব থাকলেও সে এখনো সাজা নিয়ে কারাগারে আটক রয়েছেন । তবে সাবেক সদস্য সচিব আমিনুলের প্রতি এখনো অকুন্ঠ সমর্থন রয়েছে বিভিন্ন থানা ,ওয়ার্ড এর নেতাকর্মীদের । নাম প্রকাশ না করা শর্তে অনেক নেতাকর্মী বলছেন , আমিনুল যে ভাবে দলকে আগলে রেখেছে তেমিন হাজার হাজার নেতাকর্মীকেও আগলে রেখেছেন । এক কোথায় আমিনুলের যে বিকল্প নাই তা নির্ধিদায় বলা যায় । আর দলের ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমান সহ জাতীয় স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দদের কাছেও আমিনুল এর গ্রহণযোগ্যতা রয়েছে ।
ঢাকা মহানগর দক্ষিণে আলোচনায় যারা: দক্ষিণেও আহ্বায়ক কমিটি কিংবা আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে। নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু। আর সদস্য সচিব কিংবা সাধারণ সম্পাদক পদে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব আলোচনায় রয়েছেন।
অন্যদিকে উত্তর-দক্ষিণে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সদস্যদের মধ্যে থেকেও যদি কাউকে পদোন্নতি দেয়া হয় তাতে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না ।
এদিকে ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ বিএনপিতে কারা আসছেন এই বিষয়ে সিনিয়র কোনো নেতা মুখ খুলছেন না । তবে অনেক নেতা বলছেন দলের গুড বুকে যারা আছেন , আন্দোলন সংগ্রামে যাদের অবধান রয়েছে তাদের প্রতিতো হাইকমান্ড নমনীয়তা দেখাবে এটাই স্বাভাবিক ।
উল্লেখ্য গত ১৫ই জুন বিএনপি’র কেন্দ্রীয় কমিটিতে ৪৫টি পদে রদবদল করা হয়। একই দিন বিদেশ বিষয়ক দুটি (চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটি এবং স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি) কমিটি গঠন হয়। এতে প্রধান করা হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এদিনই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৫৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয় ।
এর আগে গত ১৩ই জুন সরকার পতনের একদফার আন্দোলনে ব্যর্থতার অভিযোগে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি’র চারটি আহ্বায়ক কমিটি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি ভেঙে দেয়া হয়। একই দিন ছাত্রদলের ঢাকা মহানগরের চারটি কমিটিও বিলুপ্ত করা হয়। যেকোনো সময় যুবদল, ঢাকা মহানগর ছাত্রদলসহ বিএনপি’র চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।
অন্যদিকে এদিকে ঘোষণার অপেক্ষায় আছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। যেকোনো মুহূর্তে কমিটি ঘোষণা করা হতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |