আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৪০
খাগড়াছড়ি:- বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেছেন, ‘সরকারের মন্ত্রীদের কেউ বলছেন দেশে অভাব নেই, কেউ না খেয়ে নেই। কিন্তু, বাস্তবতা হচ্ছে ক্ষুধার তাড়নায় এক মা তার ছেলেকে বিক্রি করার জন্য বাজারে তুলছেন।’
রোববার, আগস্ট ১৪, ২০২২, খাগড়াছড়ি জেলা সদরের বাজারে ছেলে রামকৃষ্ণ চাকমাকে বিক্রি করতে যাওয়া জেলা সদরের ভাইবোনছড়ার পাকুজ্যাছড়ি গ্রামের অসহায় ক্ষুধায় কাতর মা সোনালী চাকমার খোঁজ খবর নেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের মানুষ বেহেশতে’ আছে বলে সরকারের মন্ত্রী এমপিরা ফতোয়া দিচ্ছেন। কিন্তু বাস্তবতা কী? বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে সন্তানের সব চেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা। কিন্তু কঠিন অভাব ও ক্ষুধাকে মোকাবেলা করতে না পেরে মা বুকের ধন প্রিয় সন্তানকে বিক্রির জন্য হাটে তুলেছেন! এটা লজ্জা পুরো জাতির।’
ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, ‘১২ হাজার টাকায় বিক্রি করার প্রস্তাবে দর কষাকষিতে ওঠে পাঁচ হাজার টাকা। অথচ সরকারদলীয় নেতা ও প্রশাসন বলছে মা সোনালী চাকমা মানসিকভাবে অসুস্থ, বুঝাতে চাচ্ছে মা সন্তানকে অভাবে বিক্রি করতে চায়নি, মানসিক ভারসাম্যহীনতার কারণেই বিক্রি করতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হলো কঠিন অভাবকে মোকাবেলা করতে না পেরেই মা সন্তান বিক্রি করতে গিয়েছিলেন, তা সবাই জানে।’
খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি আলোচিত সেই সোনালী চাকমা ও তার ছেলে রামকৃষ্ণ চাকমার পাশে দাঁড়িয়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |