আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৬
বিডি দিনকাল ডেস্ক :- গাজীপুর প্রেসক্লাবের তালা ভাঙলো মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকের ভাগিনা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুননাহার ভূইয়া এমপির ছোট ভাই।
গতকাল শনিবার সকালে তারা দলবল নিয়ে ক্লাবের চারটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, দরকারি ফাইল এবং কম্পিউটার তছনছ করে।
প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম জানান, জেলার পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন গাজীপুর প্রেসক্লাব। জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধিত এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৮৯জন। আজ বেলা ১১টায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা গাজীপুর সিটি মেয়রের প্রেস ব্রিফিং-এ পেশাগত দায়িত্ব পালন করতে যায়। এ সুযোগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকের ভাগিনা মাসুদুল হক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুননাহার ভূইয়া এমপির ছোট ভাই রাহিম সরকারের নেতৃত্বে ৪/৫জন দুর্বৃত্ত ক্লাবের প্রধান ফটকের দুটি তালা এবং ভিতরের দুটি দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র, ফাইল ও গুরুত্বপূর্ণ নিউজের কিছু তথ্য সংরক্ষিত একটি কম্পিউটার তছনছ করে।
তারা সভাপতি ও সম্পাদকের চেয়ারে বসে ফেসবুকে ছবিপোস্ট করে। খবর পেয়ে প্রেসক্লাবের সাংবাদিকরা ক্লাবে এসে দেখতে পায় তারা ক্লাবের প্রধান ফটকে নতুন তালা লাগিয়ে পালিয়ে গেছে। ক্লাবের প্রধান ফটকে তালা লাগানো থাকায় ক্লাবের সাংবাদিকগণ বটগাছের নিচে বসে পেশাগত দায়িত্ব পালন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |