আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক হয়েছে। নয়াদিল্লি সফরের প্রথমদিন অর্থাৎ ৮ই সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রীর মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকটি হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। দায়িত্বশীল একাধিক কর্মকর্তা রাতে মানবজমিনকে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের প্রস্তাবিত বাংলাদেশ সফর একদিন এগিয়ে আসার প্রেক্ষাপটে ৮ই সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রীর (হাসিনা-মোদি) বৈঠকের প্রস্তাব করেছিল বাংলাদেশ। ভারত সরকার তথা প্রধানমন্ত্রী মোদির দপ্তর তাতে সম্মতি দিয়েছে। সে হিসেবে ৮ তারিখ বৈঠকটি হচ্ছে এটা চূড়ান্তপ্রায়। তবে বৈঠকের সময়ক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলনে আয়োজক রাষ্ট্র ভারতের বিশেষ আমন্ত্রণে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান। সেই সম্মেলনে জি-২০ জোটভুক্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স সৌদি আরব, চীন, রাশিয়ার শীর্ষ নেতৃত্ব ছাড়াও আমন্ত্রিত দেড় শতাধিক হাই-প্রোফাইল অতিথি অংশ নিচ্ছেন। ভারতের ইতিহাসে অন্যতম সেরা জৌলুসপূর্ণ ওই আয়োজনে যোগদান শেষে ফেরার পথে ১০ই সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোন। আর এতে যোগদানের পথে ৭ই সেপ্টেম্বর ঢাকায় ২০ ঘণ্টার যাত্রাবিরতি করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে যুক্ত রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। সঙ্গত কারণেই যুদ্ধবন্ধু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দেখা দিয়েই (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশের সরকার প্রধানকে দিল্লির উদ্দেশ্য রওনা করতে হচ্ছে। আর জি-২০ সম্মেলনের পূর্ণ আনুষ্ঠানিকতার শেষ অবধি অপেক্ষায় না থেকে (১০ই সেপ্টেম্বর) ফ্রান্স প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ অতিথিকে স্বাগত জানানোর জন্য চটজলদি (অতিথি পৌঁছানোর আগেই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফিরতে হচ্ছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |