আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:১১
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সবাই মিলে কাজ করতে পারলে দেশকে এই ক্রান্তিলগ্ন থেকে উদ্ধার করতে আমরা সক্ষম হবো। দেশ এবং জাতিকে ভালো জায়গায় নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবো। দেশকে শান্তি ও সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো। গতকাল ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও আত্মত্যাগ করা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে সেনাবাহিনী প্রধান বলেন, আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের এখানে এসেছেন। আমাদের সম্মানিত করেছেন। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের পথিকৃৎ। আপনারা শুধু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীতে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীতে অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলে আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই সেনাবাহিনী।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে। তাছাড়া আমরা দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত। ইভেন্ট মিশনে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্বশান্তি রক্ষায় আমরা কাজ করছি। ডিজাস্টার রিলিফের কাজও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায়। তিনি বলেন, আপনারা আমাদের যেভাবে প্রশিক্ষিত করেছেন। যেভাবে মোটিভেট করেছেন। যেভাবে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন তার ফলে আজকে এই সেনাবাহিনী বর্তমান জায়গায় আছে। এর কৃতীত্বের অবদান সম্পূর্ণই আপনাদের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৩-২০২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৫ জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ৫ জনকে অসামান্য সেবাপদক (ওএসপি) ও ১৮ জনকে বিশিষ্ট সেবাপদক (বিএসপি) পরিয়ে দেন। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |