- প্রচ্ছদ
-
- রাজনীতি
- সব বিরোধী দল একমত, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না:নজরুল ইসলাম খান
সব বিরোধী দল একমত, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না:নজরুল ইসলাম খান
প্রকাশ: ২০ জুন, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না—এমন বক্তব্যে দেশের সব বিরোধী দল একমত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেবও বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। ১৪ দলীয় জোটে যাঁরা আছেন, তাঁরাও এ কথা বলবেন।’
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা শাহ মাঈনুল আহসান চৌধুরীর (পিংকু) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘শহীদ পিংকু স্মৃতি পরিষদ’ এই সভার আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নির্দলীয় সরকারের জন্য লড়াই করছি। আমরা জানি, এখন যারা সরকারে আছে তারা নিশিরাতের সরকার। জনগণের সমর্থনহীন, ভোটবিহীন, জোর করে ক্ষমতায় আসীন একটা সরকার। এই সরকার এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, এত লুটপাট-দুর্নীতি করেছে, এত অনাচার করেছে যে এখন ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে, তাদের অন্যায়-অপরাধের বিচার হবে। কেউ মাফ করবে না।’
‘আগামী নির্বাচনে বিএনপির অনেক নেতা অংশ নেবেন’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘আরে অনেক লোক কেন, আমরা সবাই তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে এই সরকারের অধীনে নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।’
স্মরণসভা চলাকালে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি মঞ্চে বসা নেতাদের ছবি তোলেন। এ ঘটনার সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই মঞ্চে যাঁরা বসে আছেন, তাঁদের মধ্যে একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন। পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ংকর দুঃশাসন না হলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়?’
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, বিএনপি নেতা বাহাউদ্দিন বাহার, ড্যাবের সভাপতি হারুন আল রশিদ, প্রয়াত শাহ মাঈনুল আহসান চৌধুরীর ভাই খালেদ হাসান চৌধুরী প্রমুখ।
Please follow and like us:
20 20