আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:২২
ঢাকা: অবিলম্বে সাধারণ মুলতবি সভা আহ্বান করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট। রোববার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অনির্বাচিত কাউকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির চেয়ারে বসতে দেবেন না আইনজীবীরা।
সমাবেশে অবিলম্বে সাধারণ মুলতবি সভা আহ্বান করে সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার মানববন্ধন এবং কাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের সভাপতির কক্ষের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবেন আইনজীবীরা।
রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র সহসভাপতি মো: জালাল উদ্দিন, সিনিয়র সহসম্পাদক মাহমুদ হাসান, কার্যকরী কমিটির সদস্য এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ, রেদওয়ান আহমেদ রানজীব, পারভিন কাউসার মুন্নি, আইনজীবী মোহাম্মদ আলীসহ প্রায় শতাধিক আইনজীবী বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সমাবেশে তৈমূর আলম খন্দকার বলেন, দেশের কোথাও নির্বাচন নেই, সুপ্রিম কোর্ট বারে নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের প্রতিনিধি নির্বাচন হচ্ছে তাও ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে। আইনজীবীরা অনির্বাচিত কাউকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে কোনোভাবে মেনে নেবে না।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |