আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫১
বিডি দিনকাল ডেস্ক :-আমরা অত্যন্ত উদ্বেগ এবং ক্ষোভের সাথে লক্ষ্য করেছি পুলিশের অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা-সমাবেশসহ কোনও কর্মসূচি গ্রহণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ যুব অধিকার পরিষদ ডিএমপির এই নির্দেশনার তীব্র নিন্দা জানায় এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।
সভা-সমাবেশ-মিছিলসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় কর্মসূচি সকলের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার। এই অধিকারের উপর কোন শর্ত বিধি নিষেধ আরোপ করা স্পষ্টতই অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত। এই নির্দেশনা থেকে এটাই প্রতীয়মান হয় যে আক্ষরিক অর্থেই আওয়ামীলীগ সরকার বাংলাদেশ রাষ্ট্রকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। জনগণ ও তাদের প্রতিনিধিত্বশীল সভা-সমাবেশকে নির্বিঘ্ন করা জনগণের ট্যাক্সের টাকায় চলা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে, অথচ আমরা দেখতে পাচ্ছি পুলিশ সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করছে। সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারকে অনুমোদন-সাপেক্ষ করতে চাইছে।
আমরা ডিএমপি এই নির্দেশনাকে অন্যায্য মনে করি। পাশাপাশি এই নির্দেশনার উৎস হিসেবে বাংলাদেশের সংবিধানকেও চিহ্নিত করি। বাংলাদেশের অগণতান্ত্রিক ও একব্যক্তির ওপর সমস্ত ক্ষমতা ন্যস্ত করা সংবিধানে জনগণের মৌলিক অধিকারকে ‘আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ’ ধরনের শর্তের শৃঙ্খলে বেঁধে রেখেছে।
গণমাধ্যমে প্রকাশিত পুলিশের নির্দেশনাতেও দেখা যাচ্ছে: “বিদ্যমান আইনে বৈধ কোনও দল বা গোষ্ঠীর সমাবেশের স্বাধীনতা থাকলেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে সভা-সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ অনুসারে ডিএমপি কমিশনারের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে।”
অর্থাৎ, ডিএমপির নির্দেশনা অগণতান্ত্রিক, স্বৈরাচারী, অন্যায্য হলেও অসংবিধানিক নয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথের গণতান্ত্রিক লড়াই-সংগ্রামের মধ্যমে এহেন স্বৈরাচারী ও অগণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপ্নের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |