আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৮
সরকারবিরোধী আইনজীবীদের ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টকে নতুন করে সন্ত্রাস সৃষ্টির অপপ্রয়াস বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এডভোকেট মো. আব্দুন নুর দুলাল। তিনি বলেন, বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবী মিলে যে কমিটি গঠন করেছে, তারা প্রায় সকলেই বিএনপি দলীয় আইনজীবী। বাকি কয়েকজন দীর্ঘদিন ধরে বিএনপি’র সঙ্গে জোটবদ্ধ অবস্থায় আইন অঙ্গনে ও সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছেন। মূলত ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট বিএনপি-জামায়াত এবং তাদের জোটের আইনজীবীদের একটি অপভ্রংশ মাত্র। এটি নতুন করে সন্ত্রাস সৃষ্টির একটি অপপ্রয়াস। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সাম্প্রদিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারের সম্পাদক দুলাল।
বার সম্পাদক দুলাল বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যাদের জন্ম বন্দুকের নলের ভেতর থেকে এবং যারা ভোট বর্জনের নামে দীর্ঘদিন ধরে গণতন্ত্র বর্জনের খেলায় মত্ত রয়েছেন, যারা বাংলাদেশে আইনের শাসনবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, যারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার ক্ষেত্র প্রস্তুত করে চলছেন, যারা বাংলাদেশ নামীয় ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত, এই জোট তাদেরই একটি অপভ্রংশ। আমরা এই জোটের এবং তাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নামীয় কথিত জোট বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের একটি অপভ্রংশ মাত্র। ইতিমধ্যে এই জোটের একজন সদস্য এসএন গোস্বামী তার নামের অন্তর্ভুক্তির বিরুদ্ধাচারণ করেছে। বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী এবং আইনের শাসনবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার সকল জেলা বারকে আহ্বান জানান তিনি।
বারের ভোট শুরু এবং সুষ্ঠু পরিবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য গ্রহণ ব্যতীত কোনো বিকল্প অবশিষ্ট ছিল না উল্লেখ করে দুলাল বলেন, রাত পোহালেই নির্বাচন।
ভোটগ্রহণ শুরু করার প্রস্তুতিকালে বিএনপির এম মাহবুব উদ্দিন খোকন এবং রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে অনেক বহিরাগত সন্ত্রাসী ভোটের প্যান্ডেলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বহু আইনজীবীকে আহত করে। এতে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। ভোটগ্রহণ বিলম্বিত হতে থাকে। এই অবস্থায় ভোটগ্রহণ শুরু এবং সুষ্ঠু পরিবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য গ্রহণ ব্যতীত কোনো বিকল্প অবশিষ্ট ছিল না। তাছাড়া, ভোটের দিন পুলিশ মোতায়েনের জন্য পুলিশ প্রশাসনকে চিঠি দেন পদত্যাগী আহ্বায়ক মুনসুরুল হক চৌধুরী। এমনকি তিনি প্রধান বিচারপতি বরাবরে পত্র দিয়ে পুলিশি সহযোগিতা চান।
বিএনপির রুহুল কুদ্দুস কাজলের ওকালতনামা জালিয়াতি প্রসঙ্গ উল্লেখ করে আব্দুন নুর দুলাল সাংবাদিকদের বলেন, বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ওকালতনামা জালিয়াতি করেছেন। আর এই জালিয়াতির কথা তাদেরই নেতা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন। আমরা ওকালতনামার জালিয়াতির বিষয়টি তদন্ত করে দেখবো। আর ওকালতনামা জালিয়াতি এবং অব্যাহত দুর্নীতির কারণেই আইনজীবীরা তাদের পক্ষে ছিল না। এই প্রেক্ষাপটে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বারের সভাপতি এডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে সাম্প্রতিক বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সংবাদ সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন বারের সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম, জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক নুরে আলম উজ্জ্বল ও হারুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |