আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২১
ব্রাহ্মণবাড়িয়া:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি খাস জায়গা বেআইনিভাবে দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
সম্প্রতি উপজেলা বড়িকান্দি ইউনিয়নের শ্রীঘর বাজারে থোল্লাকান্দি মৌজার ৯৭৮ দাগের ১নং খাস খতিয়ানের ভূমিটি তিনি বেদখল করে দোকান ঘর নির্মাণ করেন।
বুধবার ওই এলাকায় সরেজমিন দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় একটি নতুন দোকান ঘর নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, আমি বেআইনিভাবে কোনো সরকারি জায়গা দখল করিনি। আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে লিজের জন্য আবেদন করেছি, যা প্রক্রিয়াধীন আছে। উপসহকারী ভূমি কর্মকর্তাকে অবগত করেই দোকান ঘর নির্মাণ করা হয়েছে।
তিনি দাবি করেন, এমন অবৈধভাবে আরও অনেক দোকানই উঠানো আছে, আমার দোকানের কিছু হলে আমি হাইকোর্ট পর্যন্ত যাব।
এ সময় তিনি প্রতিবেদককে বলেন, তুমি তো আমার ভাতিজা, রাতে আমার বাসায় চলে এসো; তোমার সঙ্গে এ বিষয়টা আমি মিটমাট করে নেব।
এ ব্যাপারে বড়িকান্দি ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, দোকান ঘর নির্মাণ করার ব্যাপারে কিছুই জানি না। কাউকে অনুমতি দেয়ার প্রশ্নই উঠে না। সরকারি জায়গা লিজ নেয়ার পরই জায়গার দখল বুঝিয়ে দেয়া হয়। উক্ত দাগের জায়গা লিজের জন্য একটি আবেদন আমি ফরোয়াডিং করে উপজেলায় পাঠিয়েছি। এখন পর্যন্ত লিজ প্রাপ্তির কোনো চিঠি আমি পাইনি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান বলেন, সরকারি কোনো নিয়মনীতির বাইরে কোনো কাজ আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্তপূর্বক সরকারি জায়গা অবৈধভাবে দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |