আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৭
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-সরকারের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহে অবৈধ ৮ টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৮টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। যেসব ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে তার মধ্যে রয়েছে, আরাপপুরের ছন্দা ক্লিনিক, নোবেল ক্লিনিক, স্মৃতি ক্লিনিক, ওমেগা ক্লিনিক, নোবেল ডায়াগনোস্টিক সেন্টার, ঢাকা ল্যাব, সবুজ ডায়াগনোস্টিক সেন্টার ও ইমপেরিয়াল ডায়াগনোস্টিক সেন্টার। ঝিনাইদহ জেলায় মোট ১৭৯ টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার আছে। এর মধ্যে ২৪ টির নবায়ন নেই এবং ২৭ টির নিবন্ধন নেই। অভিযানের সময় ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম উপস্থিত ছিলেন। জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |