আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৮
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট নিজস্ব প্রতিনিধি:-বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অনিয়ম-দুর্নীতির সমালোচনা করলেই গুম-ক্রসফায়েরর শিকার হতে হয় বিরোধী দল বা বিএনপির নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশে গণতন্ত্র দিয়েছি, এখানে গুম-খুন কোথায়?’ এসব নিয়ে শেখ হাসিনা মিথ্যাচার করে যাচ্ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাকারমাথা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব অভিযোগ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, আজকে মাফিয়া গণতন্ত্র তৈরী করেছেন শেখ হাসিনা। ঢাকা শহরে ৫২টি ক্যাসিনো শেখ হাসিনার আমলে। তার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব কর্মকান্ডে জড়িত। তিনি এসব নিয়ে অবলীলায় মিথ্যা বলেন। তিনি নানা বাহিনী গঠন করেছেন। আগেও পুলিশ বাহিনী ছিল, এই পুলিশ বাহিনী তিনি যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে ঢেলে জানিয়েছেন। আজকে র্যাবের বিরুদ্ধে নিষেজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও তার কোন বোধদয় হয়নি। নিজের মনের মাধুরী দিয়ে এসব বাহিনী গঠন করেও তিনি সন্তুষ্ট নন। এছাড়া তার ছাত্রলীগ, যুবলীগের হেলমেট বাহিনী তৈরী হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি কোর্ট বাহিনী তৈরী করা হয়েছে। এই কোর্ট পড়া কিছু আওয়ামলীগের আইনজীবি ভোট ছিনতাই করছে দেশের সবচেয়ে বড় আদালত সুপ্রীম কোর্টে। এর মদদ দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে চলতে পারেনা। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে নাকি বিরোধী দল নেই। তাকে বলব, আপনি তো নিরাপত্তার বৃত্তের মধ্যে বসে আছেন। সেই বৃত্তের খোলস ছেড়ে বেড়িয়ে আসেন- দেখতে পারবেন জনগন কার পক্ষে।
জয়পুরহাট জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুল আলম হিটু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিক, শিবগন্জ উপজেলা বিএনপির সভাপতি মির শাহ আলম,জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্জল, সদস্য সচিব মোক্তাদুল হক আদানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আলমগীর হোসেন,প্রমুখ।
পরে বিএনপির চেয়ারমপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |