আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪২
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের সাহায্য-সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। ইতোপূর্বে তিনি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়ার পল্লবিদ্যুৎ এলাকার গণি জেনারেল হাসপাতালে করোনা হেল্প সেন্টার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পরে তিনি গণি জেনারেল হাসপাতালের চিকিৎসক, রোগী ও স্টাফদের মাঝে অক্সিজেন সিলিন্ডার, নিবুলাইজার, অক্সিমিটার, গাউন, মাস্ক, গøাভস, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ‘ঢাকা জেলা বিএনপির উদ্যোগে একটি করোনা সেন্টার আনুষ্ঠানিকভাবে আজ এখানে উদ্বোধন করা হয়েছে। এখানে আমরা বেশ কিছু জিনিস (সুরক্ষা সামগ্রী) আমরা তরিঘরি করে ব্যবস্থা করেছি। হয়তো ২০-৩০ হাজার টাকার জিনিস আছে। পর্যায়ক্রমে আরো আসবে। আমি আলাদাভাবে কারও কাছে ফান্ড চাইবো না। যে যা খুশি হয়ে দেবে সেটা মেইনটেইন করে আমরা যতদিন পারি এটা চালাতে চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘আপনারা জানেন যে, দুই বছর ধরে করোনা সারা বিশ্বকে এমন একটি পরিস্থিতিতে নিয়ে গেছে এবং সেটা কতদিন থাকবে আমরা জানি না। আমরা কে বেঁচে থাকবো, কে থাকবো না এখন সেটা জানি না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন জেলায় করোনা হেল্প সেন্টার উদ্বোধন হয়েছে। আমি আশা করছি, এই সপ্তাহের মধ্যে ৬৪টি জেলায় উদ্বোধনী কার্যক্রম শুরু হয়ে যাবে।’
তিনি আরও বলেন, যেহেতু এই রকম একটি মরণব্যধি মহামারি করোনা সারা দেশে ছড়িয়ে গেছে আমরা হয়তো কিছুদিন ভালো ছিলাম। আমি মনে করি আল্লাহর উসিলায় বাংলাদেশ ভালোই ছিলো। কিন্তু ডেলটা ভেরিয়েন্ট নিয়ে আমরা সবাই চিন্তিত এবং যেভাবে মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। আমরা মনে করি, শুধু সরকারের সাহায্য-সহযোগিতা না। যারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং দানশীল ব্যক্তি আছেন সবাই উদ্যোগ নিয়ে যদি এটা আমরা সম্মিলিতভাবে মোকবিলা না করি। তাহলে এর থেকে আমরা কেউ বের হতে পারবো না।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল গফুরসহ আশুলিয়া ও ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |