আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। আজ দুপুরে দলীয় সূত্র এতথ্য নিশ্চিত করেছেন।
গতকাল পল্টনে বিএনপির কোথ সম্মেলন এর পরে সাংবাদিকদের পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দিয়ে মহাসচিব মির্জা আলমগীর বলেছেন স্থায়ী কমিটির পরেই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানানো হবে।
সূত্রে জানা যায়, আজকালের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি। একই দাবিতে একই কর্মসূচি ঘোষণা দেবেন সমমনা দলগুলোর নেতারা। এ ছাড়া আগামী মাসের প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি নিয়ে ভাবছেন বিএনপি’র শীর্ষ নেতারা। সাম্প্রতিক পরিস্থিতি, নির্যাতন ও নেতাকর্মীদের গ্রেপ্তার বিবেচনায় নিয়েই লাগাতার আন্দোলনের নতুন রোডম্যাপ প্রস্তুত করছেন তারা। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে পৃথক কর্মসূচির কথাও ভাবছেন নেতারা।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |