আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩১
সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। অংশ নেন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সভার শুরুতে সাধারণত ছবি নিয়ে থাকেন সাংবাদিকরা। এ দিন ছবি নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ছবি নিতে বাধা প্রদান করেন তিনি।
সভা শেষ হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে তার কক্ষে প্রবেশ করেন। সভার সিদ্ধান্তের বিষয়ে কথা বলার অনুরোধ করলে তিনি কথা বলবেন না বলে জানিয়ে দেন। সভার পর সাংবাদিকরা আলোচনার বিষয়বস্তু জানতে সিইসির কাছে গেলে তিনি বলেন ইসি সচিব এ বিষয়ে কথা বলবেন। তবে ইসি সচিব এ বিষয়ে আর সাংবাদিকদের ব্রিফ করেননি। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অবশ্য গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন ইসি সচিব জাহাংগীর।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ইসি সচিবের দুর্ব্যবহারের বিষয়ে আরএফইডি’র সদস্যসহ অন্য সাংবাদিকরা আমাকে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করছি। ইসি সচিবের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার বাধা।
তিনি বলেন, আজকের ঘটনায় স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সচিবকে টেলিফোনে সংবাদ সম্মেলন করতে বলেছেন। কিন্তু উনি সিইসি’র নির্দেশনা অমান্য করে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছেন। আমরা এই বিষয়টি সিইসিকে সাংগঠনিকভাবে জানাব।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |