মোহাম্মদ শরীফুল ইসলাম :-সম্প্রতি জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের সখিপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার(১৮জুন) বিকেলে সখিপুর উপজেলা গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সখিপুর ঐতিহ্যবাহী তালতলা চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, মোহাম্মদ শরীফুল ইসলাম সভাপতি সখিপুর রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক ইনকিলাব)। সঞ্চালনা করেন,আবদুল লতিফ মাষ্টার সাধারণ সম্পাদক সখিপুর রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক সকালের সময়)। বক্তব্য রাখেন,সাংবাদিক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক সখিপুর রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক নয়া দিগন্ত)।আহমেদ সাজু যুগ্ন সাধারণ সম্পাদক সখিপুর রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক প্রতিদিনের কাগজ),খান আহমেদ হৃদয় পাশা,(ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক) সখখিপুর রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক আই বার্তা), ইলিয়াস কাশেম সম্মানিত সদস্য সখীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক আজকের জনবাণী) প্রমূখ।উপস্থিত ছিলেন,মতিউর রহমান ভূইয়া (প্রতিনিধি দৈনিক আমাদের নতুন সময়)সিনিয়র সহসভাপতি সখিপুর রিপোর্টার্স ইউনিটি,হাজী আলমগীর হোসেন (প্রতিনিধি দৈনিক আলোকিত প্রতিদিন)কোষাধ্যক্ষ সখিপুর রিপোর্টার্স ইউনিটি,মোশাররফ হোসেন (প্রতিনিধি দৈনিক গন মানুষের আওয়াজ)দপ্তর সম্পাদক সখিপুর রিপোর্টার্স ইউনিটি,রফিকুল ইসলাম( প্রতিনিধি দৈনিক প্রভাতী খবর) প্রচার ও প্রকাশনা সম্পাদক সখিপুর রিপোর্টার্স ইউনিটি,আব্দুল হামিদ মুকুল ( প্রতিনিধি দৈনিক মানবাধিকার প্রতিদিন) সম্মানিত সদস্য সখিপর রিপোর্টার্স ইউনিটি,মোর্শেদ খান (প্রতিনিধি দৈনিক আলোকিত নিউজ)সম্মানিত সদস্য সখিপুর রিপোর্টার্স ইউনিটি,রহমতুল্লাহ (প্রতিনিধি দৈনিক মুক্ত খবর) সাম্মানিক সদস্য সখিপুর রিপোর্টার্স ইউনিটি, হাফিজুর রহমান (প্রতিনিধি,দৈনিক দিশার আলো প্রতিদিন),এছাড়াও সখিপুর রিপোর্টার্স ইউনিটির এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সখিপর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা আশিক জাহাঙ্গীর। এছাড়া আরও উপস্থিত ছিলেন সখিপুর রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ।বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ঘৃণ্য খুনী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।