আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪
কামরুল হাসান বাবলু : রাজধানীর দক্ষিণখান তালতলা এলাকা থেকে সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী ও ছদ্মবেশী ডাকাত মাহমুদুল হাসান মনসুর নামক এক ব্যাক্তিকে উত্তরা হাজী ক্যাম্প আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার করেছে।
গতকাল ১৮ই অক্টোবর শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দক্ষিনখান এর তালতলা নিজবাসা থেকে মাহমুদুল হাসান মনসুর (৪৬)কে গ্রেফতার করা হয়। তালতলা এলাকার বাসিন্ধা মোহাম্মদ হাফিজুল্লাহ এর সন্তান। গ্রেফতারকৃত ব্যাক্তি তালতলা দক্ষিণখান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সে সাংবাদিকের নাম ব্যবহার করে ছদ্মবেশে মূলত নানা অপকর্মের সাথে জড়িত । সে এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী এবং ডাকাতিও করতো এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আগে থেকে ।এই অভিযোগের ভিত্তিতে উত্তরা হাজি ক্যাম্প এর সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ।
এসময় উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যগণ তার বাসায় তল্লাশি চালিয়ে পুলিশের দুটি নকল ইউনিফর্ম, একটি ওয়াকি টকি সেট, তিনটি ধারালো ছুরি, দুটি নকল গাড়ির নাম্বার প্লেট, একটি নকল পিস্তল এবং দুটি পিস্তল কাভার উদ্ধার করেন। মুনসুর নিজেকে সিএনএন বাংলা টেলিভিশনের কর্মরত সাংবাদিক হিসেবে পরিচয় প্রদান করেন। এ দিকে সেনা সদস্যরা এ বিষয়ে CNN বাংলা টেলিভিশনের সাথে যোগাযোগ করলে তারা জানান ৪ বছর পুর্বে তাকে বহিষ্কার করা হয়েছে।
ইতি পূর্বে তার বিরুদ্ধে দুইটি ইয়াবা সংক্রান্ত মাদক মামলা এবং পুলিশের সরকারি পোশাক নিজের কাছে রাখার জন্য ৫৯১ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মুনসুরকে উত্তরা আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে দক্ষিনখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার কৃত ব্যাক্তি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন থানা সূত্র ।বর্তমানে গ্রেফতারকৃত আসামি থানা হেফাজতে রয়েছে ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |