- প্রচ্ছদ
-
- ঢাকা
- সাংবাদিক মায়ের উপর হামলার প্রতিবাদে সখিপুর রিপোর্টার্স ইউনিটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন
সাংবাদিক মায়ের উপর হামলার প্রতিবাদে সখিপুর রিপোর্টার্স ইউনিটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ
মোহাম্মদ শরীফুল ইসলাম:-টাঙ্গাইলের সখিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য বাংলারদুত পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি সংবাদকর্মী এস এম রাকিব সিকদার লাল মিয়ার বৃদ্ধ মায়ের উপর সন্ত্রাসীরা হামলা করে গুরুতর আহত করেছে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার(১৯ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটে সখিপুর উপজেলার কাকাড়াজান ইউনিয়নের ভূযাইদ আদানী এলাকায় ।
হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সম্পাদকসহ সকল সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে গুরুতর আহত বৃদ্ধ মা মরিয়ম বেগমের ছেলে আমিনুল সিকদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন ১. মোঃ আসিফ (২৬) ২. আশিক (২৮) উভয়ের পিতা মরতুজ আলী ৩. মিজান (৪৮) পিতা ডিএম হাসমত ৪.মোঃ শাহাদাত (৩০) ৫. শাহজালাল (৩২) উভয়ের পিতা মৃত ফজর আলী ৬.মোছা: আমিনা বেগম (৪৬) স্বামী মোঃ মুর্তুজ আলী।
অভিযোগে প্রকাশ,তাদের বাড়ির পাশের জমিতে ঐ সন্ত্রাসীরা জোর করে জবরদখল করতে গেলে এবং বড় বড় গাছ কাটতে গেলে বৃদ্ধ মা মরিয়ম বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তার উপর উপর্যুপরি লাঠি,সাবল দিয়ে আঘাত করলে তার হাতের কবজিতে মারাত্মক জখম হয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ওই সমস্ত সন্ত্রাসীদের মধ্যে আসিফ ও শাহাদত মাদকদ্রব্য সহ হাতেনাতে ডিবি পুলিশের কাছে কিছুদিন আগে ধরা খায় এবং জামিনে ছাড়া পায়। জানা যায় সুফিয়া হত্যা মামলার আসামী মিজানের ১৪ বছরের সাজা হয়েছিল। তারা এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী হিসাবে পরিচিত। \
উল্লেখ্য যে,জমিজমা বিষয়ে নিশ্পত্তির স্বার্থে ইতিপূর্বে কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো.দুলাল হোসেন,৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো.মোজাম্মেল হক, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো.মেজবাহ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গত ২০/১২/২০২২ইং তারিখে সামাদ সিকদারের ক্রয়কৃত উপজেলার ভূয়াইদ মৌজার ৫৫নং দাগে ১০ এবং ৫৬নং দাগে ৯শতাংশ জমি কায়কোবাদকে দেওয়া হয়েছে-এই শর্তে যে সে অন্য কোথাও জমিজমা দাবি করতে পারবে না। এমনকি একই এলাকার মৃত আব্দুল সিকদারের ছেলে বিল্লালের সাথে গত ০১/০৩/২০২৩ইং তারিখে ১নং কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো.দুলাল হোসেন উভয়ের উপস্থিতিতে আপোষ করে লিখিত সালিশনামা করেছেন।
অভিযোগকারী আমিনুল সিকদার বলেন,নেশাগ্রস্থ সন্ত্রাসীরা আমার বৃদ্ধ মাকে মেরেছে,আমি এর দৃষ্টান্তমূলক বিচার প্রার্থনা করছি। ১নং কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, নিষ্পত্তির স্বার্থে সামাদ সিকদারের ক্রয়কৃত জমি থেকে এক প্রকার জোর করেই কায়কোবাদকে ১৯শতাংশ জমি দেওয়া হয়েছে। তারপরেও সে কারো কথার তোয়াক্কা করে না। এই বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মারামারির অভিযোগ পাওয়া গেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনা হবে ।
Please follow and like us:
20 20