আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও গ্রেফতার এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ঢাকা জেলা উত্তরের সচেতন নাগরিকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি অনিক মাহমুদ সবুজের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ (ঢাকা জেলা উত্তর ) সভাপতি, আসাদুল ইসলাম মুকুল, শ্রমিক অধিকার (ঢাকা জেলা উত্তর) সহ- সমন্বয়ক আশরাফুল আরিফ, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক নাদিম হাসান। তারা বলেন, সাংবাদিকদের কন্ঠরোধ করতে ও সরকার নিজেদের দোষ গুলোকে আড়ালে করে রাখতে ডিজিটাল কালো আইন করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নিতি তথ্য ফাস করায় ষড়যন্ত্র করে প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও গ্রেফতার করে কাশিমপুর কারাগারে আটকে রেখে সাংবাদিকদের কলম থামিয়ে রাখা যাবেনা। রাংলার মানুষের অধিকার ফিরিেিয় দিতে হবে, সাংবাদিকদের কলমের অধিকার ফিরিেিয় দিতে হবে। সেই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের আইনের আওতা এনে বিচার করতে হবে তাহলেই বাংলার মানুষ বুঝবে বাংলার মানুষের অধিকার ও সাংবাদিকদের অধিকার ফিরে পেয়েছে। এসময় বক্তারা আরো বলেন, এই সরকার গনতস্ত্রকে হত্যা করেছে, সাংবাদিকদের সত্য লেখনির অধিকার কেড়ে নিয়েছে, তারা রাতের আধারে ভোট ডাকাতি করে জোর ঝুলুম করে ক্ষমতায় রয়েছে তাবেদার প্রশাসনের উপর ভর করে। এখন এই রাষ্ট্র পরিচালনা বরছে তাবেদার পুলিশ. র্যাব ও বিভিন্নœ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীরা। তাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। কারন ১৯৭১ যুদ্ধে বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে কিন্তু নিজেদের অধিকার, স্বাধীন ভাবে মত প্রতাশের অধিকার এখনো পায়নি। পরিশেষে অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের বিচার চেয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেন। আরো উপস্থিত বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তর সচেতন নাগরিক আওতাধিন বিভিন্ন থানার নেতা জোবায়ের হোসেন, ফরহাদ হোসেন, শাহিন আহম্মেদখান, ইয়াছিন নুর আরাফাত, রুহুল আমিন সাইফি, সাদমান শফিক আহম্মেদ প্রমুথ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |