আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩১
বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে যে নতুন সাইবার নিরাপত্তা আইন করার পরিকল্পনা করা হয়েছে, তাতে যেন পূর্বের আইনের দমনমূলক বৈশিষ্ট্যগুলো ফিরিয়ে আনা না হয়।
এক্সে করা ওই পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক দপ্তর বলেছে, ক্ষমতাসীন দল ও এর সহযোগীরা কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনকে ভিন্নমত দমন এবং অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। তাই এই আইন বাতিলের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে।
তবে মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, বাংলাদেশ সরকারকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে যে সাইবার নিরাপত্তা আইন করার পরিকল্পনা করা হয়েছে, তাতে যেন পূর্বের আইনের দমনমূলক বৈশিষ্ট্যগুলো ফিরিয়ে আনা না হয়। নতুন আইনটি পাস হওয়ার আগে সব অংশীদার যেন প্রস্তাবিত এই আইন খুঁটিয়ে দেখা এবং এটা নিয়ে মতামত প্রদানের যথেষ্ট সুযোগ পায়। এর বিধানগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ওই পোস্টে আরও বলা হয়, আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে মতপ্রকাশের স্বাধীনতার অধিকারচর্চার কারণে যাদেরকে এরইমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা হয়েছে, তাদেরকে যেনো অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করার কথাও বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |