আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩০
বিডি দিনকাল ডেস্ক:- বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে রুপান্তরের সিদ্ধান্তকে সরকারের আরেক ভাঁওতাবাজি হিসেবে অভিহিত করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন [ডিইউজে]। মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বলা হয়, সরকারের এই সিদ্ধান্ত দেশী-বিদেশী মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বোকা বানানোর অপকৌশল ছাড়া আর কিছুই নয়। প্রস্তাবিত নতুন আইনে যে বিধান রাখা হয়েছে তাতে ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের মৌলিক কোন পার্থক্য নেই, শুধু নামের পরিবর্তন করা হয়েছে।
ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে যেভাবে স্বাধীন সাংবাদিকতা ও বিরোধী মত দলন করতো সাইবার নিরাপত্তা আইনেও সেই ধারাগুলো যুক্ত রয়েছে। আপাত: দৃষ্টিতে এই আইনে সাজা কিছু কমলেও এর ব্যাপকতা আগের মতোই রয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে যেভাবে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বা সমাজের বিশিষ্টজনদের মতামতের তোয়াক্কা করা হয়নি, সাইবার নিরাপত্তা আইনের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করেছে সরকার।
ডিজিটাল নিরাপত্তা আইন যে একটি নিবর্তন মূলক আইন, সেটা দেশের সর্বস্তরের মানুষ অভিযোগ করে আসলেও সরকার সেটা আমলে নেয়নি। পরবর্তিতে দেশী-বিদেশী মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিবাদ জানালে আইনটি পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার। কিন্তু ভয়ঙ্কর ত্রাস সৃষ্টিকারী ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করলেও মানহানির ক্ষেত্রে কেবলমাত্র কারাদÐের পরিবর্তে ২৫ লাখ টাকা পর্যন্ত অর্থদÐের বিধান রাখা হয়েছে বর্তমান সাইবার নিরাপত্তা আইনে। এটাও সরকারের একটা অতি চালাকি বলে অভিহিত করে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
কর্মসূচীঃ
ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সকল কালাকানুন বাতিলের দাবীতে আগামীকাল বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভে ইউনিয়নের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |