আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। গত ৫ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে হওয়া গণহত্যার মামলায় আসামি করা হচ্ছে তিনি সহ আওয়ামী লীগ নেতাদের। এবার এক হত্যা মামলায় আসামিদের তালিকায় এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম।
প্রায় এক মাস ধরে চলা ছাত্র আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের হামলায় প্রাণ হারান হাজারো মানুষ। এর মধ্যে ৫ই আগস্ট সকালে রাজধানীর আদাবরে অবস্থিত রিংরোডে পুলিশের গুলিতে প্রাণ হারান গার্মেন্টস কর্মী মো. রুবেল। হত্যার অভিযোগে নিহতের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামির তালিকায় ২৮ নম্বরে আছেন আওয়ামী লীগের মাগুরা ১ আসনের সাবেক এমপি সাকিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার ১ নম্বর আসামি। এছাড়া সবমিলিয়ে আসামি করা হয়েছে ১৫৩ জনকে।
মামলার এজাহার থেকে জানা যায়, ওইদিন মিছিলে পুলিশের দু’টি বুলেটের মধ্যে একটি বুকে ও আরেকটি পেটের বাম পাশে এসে লাগে রুবেলের।
এরপর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে পাঠানো হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। জরুরি অবস্থায় সোহরাওয়ার্দীতে রুবেলের সার্জারি হলেও আইসিইউ স্বল্পতায় তাকে ভর্তি করানো হয় কেয়ার জেনারেল হাসপাতালে। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।এই মুহূর্তে সাকিব আছেন পাকিস্তানে। সেখানে বাংলাদেশের হয়ে টেস্ট খেলছেন এই অলরাউন্ডার।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |