আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১১
সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলায় আব্দুল আজিজ মোল্যা নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রোকেয়া খাতুনসহ তিনজনকে আটক করেছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে হত্যার মোটিভ উদ্ঘাটন করা হবে। ইতিমধ্যে মোটিভ উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের মৃত এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় এলাকাবাসীসহ নিহতের পরিবারের সদস্যরা জানান, আজিজ মোল্যা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়।
রাতে সাড়ে ১০টার দিকে বড় ছেলে শফিকুল ইসলাম তার বাবা বাড়ি না ফেরায় ছোট ভাই হাফিজুল ইসলামকে সঙ্গে নিয়ে খুঁজতে বের হয়।
একপর্যায়ে বাড়ির পেছনে বাঁশ বাগানের পথের ধারে বাবার রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে কাঁদতে থাকেন।
এরপর স্থানীয় গ্রামবাসী সদর থানা-পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |