আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৯
বিডি দিনকাল ডেস্ক : -গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে দুস্কৃতিকারিদের দ্বারা গাড়ী পোড়ানোকে কেন্দ্র করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর বিরুদ্ধে বানোয়াট অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানায় মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।
আজ এক বিবৃতিতে মোস্তাফিজুর রহমান বলেন, “গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে দুস্কৃতিকারিদের দ্বারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে অসত্য মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব অপকর্মের মাধ্যমে সরকার সারাদেশকে গ্রাস বরতে এখন দ্রুততার সাথে সর্বনাশা পথেই হাঁটতে শুরু করেছে। এই সর্বনাশা পথ হচ্ছে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিরদিনের জন্য বিরোধী দল ও ভিন্ন মতের অস্তিত্বের মূলোৎপাটন ঘটানো। দিন যতোই অতিবাহিত হচ্ছে ভোটারবিহীন সরকারের জিঘাংসার মাত্রা ততোই ভয়াবহ রুপ ধারণ করছে। এই সরকার বিরোধীদল দমনে হয়রানী, জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ইত্যাদিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভয় ও আতঙ্ক সৃষ্টি করা সরকারের জন্য জরুরী হয়ে পড়েছে এজন্য যে, মানুষের প্রতিবাদী কন্ঠের আঘাতে যেন অবৈধ মসনদের ভীত নড়ে না ওঠে। এই লক্ষ্য পূরণে সংগ্রামী নেতা আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং তার মতো নেতাদেরকে টার্গেট করা হচ্ছে। বানোয়াট ও কাল্পনিক অভিযোগে আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর মতো নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের মূলত: গণতন্ত্রকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে রাখারই গভীর চক্রান্ত। ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে যে ভয়ঙ্কর দু:শাসন চলছে তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সরকারের উদ্দেশ্যে বলতে চাই-বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং বর্তমান ভয়াবহ দু:শাসনের অবসান ঘটাতে জনগণের সম্মিলিত শক্তির কাছে পরাস্ত হবার দিন অতি সন্নিকটে। আমি অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”
অপর এক বিবৃতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও লালবাগ থানা শাখার সাবেক সভাপতি শফিউদ্দিন সেন্টু-কে গতকাল রাজধানীতে গাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগের ভিত্তিতে লালবাগের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং আজ তাকে দুই দিনের রিমান্ডে নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। বিবৃতিতে জনাব মোস্তাফিজুর রহমান শফিউদ্দিন সেন্টু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ রিমান্ড বাতিল ও নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |