- প্রচ্ছদ
-
- প্রশাসন
- সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ
রুহুল আমির,নওগাঁ প্রতিনিধি :- মুজিববর্ষে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়িয়েছে সাপাহার থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ ( ওসি)তারেকুর রহমান সরকারের নেতৃত্বে মাদক ও জুয়া মুক্ত সুন্দর একটি উপজেলা গড়ে তুলতে টিম ওয়ার্ক করে থানা পুলিশ দায়িত্ব পালন করছে।
গত নভেম্বর মাস থেকে জানুয়ারীর মাস পর্যন্ত প্রায় ৪০০পিচ ইয়াবা, ১০০ পিচ ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করছে থানা পুলিশ। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সাপাহার থানায় দায়ের করা ২৬টি মামলায় ৫০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
ওসি তারেকুর রহমান সরকারের কঠোর নজরদারীতে কমেছে সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড। তিনি এই থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন । তিনি মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন । মাদক ব্যবসায়ী,জুয়াড়ী সুদখোর ও মাদক সেবনকারীদের এ থানায় আর ঠাঁই নেই। এধরনের অপরাধীদের রুখতে তিনি একাধীকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন উপজেলা সদর এলাকা সহ মোটি ৬টি ইউনিয়নে মাদক ও জুয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদা তৎপর রয়েছে । প্রায় সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বলছেন বর্তমান ওসি তারেকুর রহমান সরকার এই থানায় যোগদানের পর থানার সব দিক ঘুরে দাঁড়িয়েছে । থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।
সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল বলেন অতিতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে থানা পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মুল সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক বেশী তৎপর ভাবে কাজ করছে। তিনি বলেন যে কোন সময়ে পুলিশের সহযোগিতা চাইলে আন্তরিকতার সসাথে জনগণকে সহযোগিতা করছেন বর্তমান ওসি তারেকুর রহমান সরকার। তিনি পুলিশের কাজে জনগনকে আরও আন্তরিকতার সাথে সকলকে সহযোগিতা করার আহবান জানান ।
সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার ওসি তারেকুর রহমান সরকারের বর্তমান দায়িত্ব ও ভূমিকার প্রশংসা করে বলেন, মাদক ও জুয়া নির্মুলে পুলিশ তৎপর রয়েছে।
অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, পুলিশের কোন সদস্যও যদি মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকে সে ক্ষেত্রে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক ও জুয়ামুক্ত সাপাহার উপজেলা গঠনে সকলকে আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান।
Please follow and like us:
20 20