- প্রচ্ছদ
-
- রাজশাহী
- সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি’র পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা
সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি’র পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা
প্রকাশ: ১৯ জুলাই, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: -বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, বগুড়া জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো)’র উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবিকা, শিক্ষানুরাগী, নারীনেত্রী ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।
তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদুল আজহা’র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। এছাড়াও সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আর এই পবিত্র দিনে প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, আমি এই কামনা করি, আমিন।
তিনি আরও বলেন, সকলকে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করতে হবে। কারণ কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
এছাড়াও তিনি করোনাকালীন অবস্থাকে মোকাবেলা ও স্বাস্থ্য বিধি মেনে ঈদের পবিত্রতা বজায় থাক এই কামনা করেছেন।
Please follow and like us:
20 20