বিডি দিনকাল ডেস্ক :- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম এর জেষ্ঠ্য পুত্র মীর মুনতাহার আলী ঠান্ডা-জরে ভোগার পর আজ সকালে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। মীর মুনতাহার আলী’র অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মীর মুনতাহার আলী’র অকাল মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদেরকে সান্তনা দেয়ার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। মীর মুনতাহার আলী অত্যন্ত নির্লোভ, অমায়িক, সদালাপি ও সৎচরিত্রের অধিকারী। এছাড়া এলাকাবাসী এবং আত্মীয় স্বজন এর সাথে তার সম্পর্ক ছিল সৌহার্দপূর্ণ। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আমরা মরহুম মীর মুনতাহার আলী’র বিদেহী আত্মার পরিপূর্ণ মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |