- প্রচ্ছদ
-
- রাজনীতি
- সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিলেন তারেক রহমান
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিলেন তারেক রহমান
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক : মরহুম মাহবুব তালুকদার একজন স্পষ্টবাদী ও নির্ভিক মানুষ হিসেবে চাপের মুখেও সঠিক পথ থেকে তাঁকে বিচ্যুৎ করা যায়নি। চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে তিনি সত্য কথা বলতে কখনো দ্বিধা করতেন না। নিজের পদ বাঁচাতে তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। ন্যায়সঙ্গত কর্তব্যকর্মে তিনি ছিলেন আপোষহীন।
নিশিরাতে শাসকগোষ্ঠীর ভোট ডাকাতির মহাযজ্ঞ প্রত্যক্ষ করে নির্বাচন কমিশনার হয়েও তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে পিছপা হননি। স্বৈরতন্ত্রের অপকর্ম উন্মোচন করেছেন সকল ভয়ভীতি উপেক্ষা করে। রাজরোষে পড়ার সমূহ সম্ভাবনাকে অগ্রাহ্য করে কমিশনার হিসেবে তিনি নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে প্রাণপন চেষ্টা করেছেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের আজ্ঞাবহ ভূমিকার কারণে মানুষের ভোটাধিকার রক্ষা করা যায়নি।
ভোট ডাকাতির নির্বাচন নিয়ে তাঁর সত্য উচ্চারণের কারণেই দেশ-বিদেশের মানুষ জানতে পেরেছে ২০১৮ এর ৩০ ডিসেম্বর আগের দিন নিশিরাতে অভিনব ভোট ডাকাতির খবর। সুবিচারপূর্ণ ন্যায়ানুগ ভূমিকার জন্য তিনি জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং সাংবাদিকতাসহ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাঁর কীর্তি ছিল প্রশংসনীয়। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
আমি মাহবুব তালুকদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
Please follow and like us:
20 20