- প্রচ্ছদ
-
- রাজশাহী
- সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থতার জন্য পাঁচবিবি থানা,পৌর বিএনপি,র দোয়া ও ইফতার অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থতার জন্য পাঁচবিবি থানা,পৌর বিএনপি,র দোয়া ও ইফতার অনুষ্ঠিত
প্রকাশ: ৬ মে, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক ,জয়পুরহাট, প্রতিনিধি :- পাচবিবি থানা বিএনপি,পৌর, বিএনপি, ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল এর যৌথ আয়োজনে বুধবার বাদ আছর পাঁচবিবি ষ্টেশন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।দোয়া শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারন মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির ৩ জন সদস্য। সাইফুল ইসলাম ডালিম, হেলাল মন্ডল,,। বিএনপি নেতা জিয়াউল ফেরদৌস রাইট,মন্জুরে মওলা পলাশ,প্রচার সঃ জেলা যুবদল, রফিকুল ইসলাম,সাবেক যুগ্নআ:পৌর বিএনপি,আঃরব বুলু সাবেক সভাপতি ,জহুরুলআলম তরফদার রুকু সাবেক সভাপতি থানা বিএনপি,রেজাউল ইসলাম সাবেক ছাত্রনেতা,নওশাদ আলী, ময়নুল হাসান জায়েদী সাবেক সভাপতি পৌর যুবদল,রাব্বিউল ইসলাম রকি আহবায়ক পৌর ছাত্রদল। রিপন আকন্দ, যুবনেতা,রায়হান কবির রাজু,হুমায়ুন কবির,রাকিব,রানা,রাসেদুল মেম্বার,হোদা মেম্বার,শাহাদত মেম্বার,সাইদুর রহমান,বাবুল,মোকারম আজিজ,মনা উকিল,শওকত আলী,মকবুল,মিরু,ওবাইদুল,আমিনুল সরকার,রশিদ,আলীম,আকরাম,আনিছুরফারুক,শিশির,নাহিদ১,নাহিদ২,সৌহর্দ,মুন্না,বাবু১,বাবু২,রাফি,কিনা,পূনিল,আনাম,মস্তাকিম,সহ ২শতাধিক নেতাকর্মি।
ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার সুর স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসুক, দেশ ও জাতি তাকিয়ে আছে উনার দিক নির্দেশনায়।
Please follow and like us:
20 20