আবুবকর সিদ্দিক রাজশাহী থেকে :- রাজশাহীতেআপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার নেক হায়াত ও সুস্হতার জন্য বিশেষ ভাবে দোয়া মহফিল ও ইফতারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আসরের নামাযের পর, সাবেক এমপি ওমহিলা দলের কেন্দ্রীয় সহ সভানেত্রী জাহান পান্নার সভাপতিত্বে, এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা বিশ্বনাথ সরকার, মহসীন আলী,মতিয়র রহমান মন্টু,গোলাম মোস্তফা মামুন, মোজ্জাফর, সমাপ্ত, টিটো, নাজমুল,জিয়াউর রহমান জিয়া,মোঃ আলআমীন টিটো,লিটন,আলমসহ আরো উপস্থিত ছিলেন, মাহ্ফুজা রহমান ঝর্ণা,গুলশান আরা মমতা,সাঈদা রুমানা হক,রুমেলা,বর্ণা প্রমূখ।