আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৭
সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি আনওয়ারুল হোসেন খান চৌধুরী গতকাল রাত ৯:২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, সাবেক এমপি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি আনওয়ারুল হোসেন খান চৌধুরীর মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ, নীতি, কর্মসূচিতে আস্থা জ্ঞাপন করে বিএনপিতে যোগ দিয়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন। জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ এবং বিএনপি’র সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তাঁর অবদান ছিল স্মরণীয়। আন্দোলন সংগ্রামে সাহসী যোদ্ধা হিসেবে ছিলেন সামনের কাতারে। রাজনৈতিক সংকট এবং বিপদে কখনও দলীয় আদর্শ বিসর্জন দেননি। সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে আইন প্রণয়নের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা নান্দাইলের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তিনি আত্ম নিয়োগ করেছিলেন।
তাঁর মৃত্যু দেশ ও দলের জন্য বিশাল ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |