আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৮
বিডি দিনকাল ডেস্ক :- সাবেক সচিব মোঃ শহীদুল আলম আজ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচ-এ চিকিৎসাধীন ছিলেন। মরহুম শহীদুল আলম শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম শহীদুল আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে বলেন, দেশের শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে মোঃ শহীদুল আলম নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। একজন সিএসপি অফিসার হিসেবে তিনি দক্ষতা ও যোগ্যতার সাথে প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রশাসনকে গণমুখী করতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। একজন ন্যায়পরায়ণ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম ছিল সর্বজনবিদিত।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম শহীদুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।CONDOLENCE OF BNP SEC GENERAL-11-12-20
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |