- প্রচ্ছদ
-
- ঢাকা
- সাভারে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সাভারে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২০ ১:০৩ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভারে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছে। নিহত ওই গৃহবধুর নাম পিংকি খাতুন (২২)। সে কুষ্টিয়া জেলার মিরপুর থানার জামাল উদ্দিনের মেয়ে।
নিহত ওই গৃহবধুর স্বজনরা জানায়,গত বৃহস্পতিবার রাতে সাভারের রাজাশন আমতলা এলাকায় নিজ ভাড়া ঘরে ওই গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী সুমন মিয়া। পরে ওই গৃহবধু অজ্ঞান হয়ে পড়লে তার স্বামী সুমন মিয়া স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে মেডিক্যালের গেটে স্ত্রীকে রিকসা থেকে নামিয়ে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে রাতেই সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহতের স্বজনদের দাবি তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও এ হত্যা কান্ডের রহস্য উৎঘাটন করা সম্বব। তবে নিহতের স্বামী ও গৃহবধু পেশায় কি করতো এবং তার স্বামীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম বলেন,কিভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please follow and like us:
20 20