আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৩
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : সাভারের ব্যাংক কলোনী থেকে ত্রাণ পাওয়ার আসায় সাভার কলেজে এসেছিলেন জহুরা বেগম। নেতাদের ত্রাণের কার্ড পেয়েই তিনি এসেছিলেন ত্রাণ বিতরণ আয়োজনে। কিন্তু ত্রাণ তো দিবে পরের কথা তাদের মত প্রতিবন্ধী আরও কয়েক জনকে সামনের সাড়িতে নিয়ে ছবি তুলে ত্রাণের বস্তা আবার ফেরত নিয়েছে নেতারা।
সোমবার (৩০ আগস্ট) সকালে সাভার কলেজ মাঠে ত্রাণ বিতরণের আয়োজন করে ঢাকা জেলা যুবলীগ। অনুষ্ঠানের শেষে ত্রাণ বিতরণের সময় এমন অভিযোগ তুলেন জহুরা বেগম ও জয়নালসহ আরও কয়েকজন।
ত্রান বিতরন অনুষ্ঠানটি ঢাকা জেলা যুবলীগের সিনিযর সহ-সভাপতি মো ছালাহ উদ্দিন দরনির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জি এস মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ড: এনামুর রহমান এমপি । আরোও উপস্থিত ছিলেন, মাইনুল হোসেন খান নিখিল সাধারন সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ, বেনজীর আহম্মেদ ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা -২১ আসনের এমপি, আবু আহম্মেদ নাসিম (পাবেল) প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় যুবলীগ, সাভার পৌরনভা মেয়র হাজী আব্দুল গনীসহ হেভিওয়েট নেতারা।
দুপুরে কার্ড হাতে মাঠের একপাশে অসহায় ভাবে দাড়িয়ে আছে সেই জহুরা বেগম। কথা হয় তার সাথে। তিনি বলেন, ‘আমরা পেছনে আছিলাম। যখন ত্রান দিবো তখন আমরা প্রতিবন্ধী বলে আমাদের সবার সামনে ডাকলো নেতারা। ত্রানের বস্তা হাতে পাইলাম ছবি তুইলা আবার ধাক্কা দিয়ে নিয়েই নিলো।’
জয়নাল নামের আরেক প্রতিবন্ধী বলেন, ‘আমাদের কার্ড দিছে মিজান নেতা। আমরা বসে আছিলাম পেছনে। পরে আমাদের ডেকে সামনে বসালো বসিয়ে ত্রাণের বস্তা দিয়ে আবার নিয়ে নিছে৷ আমরা ১০ জনের মত প্রতিবন্ধী ছিলাম। আমাগো ত্রাণের বস্তা দিয়ে সাংবাদিকরা ছবি তুলা শেষ হলে আবার ধাক্কায়া ধাক্কায়া ফালায় ত্রাণের বস্তা নিয়ে নিলো।’
আরেক নারী প্রতিবন্ধী বলেন, ‘আমাকেও মিজান নেতা কার্ড দিছিলো৷ কিন্তু ত্রাণ দেয় নাই। কয়লাম স্যার দিবেন না ত্রাণ। নেতারা কইলো ত্রাণ শেষ।’
এমন অভিযোগের বিষয়ে ত্রাণ বিতরণের আয়োজক ঢাকা জেলা যুবলীগের সভাপতি জি এস মিজান বলেন, আসলে এগুলো ত্রাণ না উপহার। কার্ডগুলো যাদের দেওয়া হয়েছে সবাইকে উপহার দেওয়া হয়েছে। এছাড়া আরও ৪০ টি পেকেট বেশি দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ কার্ড দিয়ে উপহার নিয়ে আবার কার্ড আরেকজনকে দিয়েছে। তবে মানুষ যে কথা বলছে আমরা এই কাজটি কোনো দিন করি না। এখন যদি ২০০ মানুষ কার্ড নিয়ে আসে আমরা কি করবো বলেন৷ আমি প্রতিবন্ধীদের সামনে নিয়ে নিজে দিয়েছি। যদি কেউ বাকি থাকে তাহলে আবার দিবো।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |