- প্রচ্ছদ
-
- অপরাধ
- সাভারে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ
সাভারে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ শুক্রবার দিবাগত রাতে সাভারের গেন্ডা এলাকায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হেমায়েতপুরের জয়নাবাড়ি থেকে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়,রাতে সাভারের গেন্ডা এলাকায় নিজ বাড়িতে সিটি ইউনিভাসির্টির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন ইসলামের (২২) লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। অপরদিকে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় নিজ ভাড়া ঘর থেকে গার্মেন্টস শ্রমিক সুমি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ দুটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
কিভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
Please follow and like us:
20 20