আজ বৃহস্পতিবার | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২৩শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১১
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্রহাতে গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সাভার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন । সাভার পৌর সভার রাজাশন মহল্লার আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।
রাসেল গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনকালে ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলনে গুলিতে নিহত হন। তার বড় ভাই সাইদুর রহমান বাদি হয়ে এই মামলা করেন। মামলা নম্বর ৪৫(৮)২৪। আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ১৪টি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ ১৬ টি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রায় প্রতিদিন সুজন চেয়ারম্যান দলবল ও ক্যাডার নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে ছাত্রদের ওপর হামলা চালাতেন।
এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেফতার করে। সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের মৃত আতাউল্লার মাদবরের ছেলে। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের রাতের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। সরকারের সমর্থনে আওয়ামী লীগের রাজনীতিতে সংক্রিয় ছিলেন সুজন।
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা বন্দুক দিয়ে ছাত্র-জনতার ওপর অনবরত গুলিবর্ষণ করতে দেখা যায়।
Dhaka, Bangladesh বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:10 PM |
Asr | 3:16 PM |
Magrib | 5:38 PM |
Isha | 6:57 PM |