আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪৭
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে আম্বিয়া খাতুন (৭৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার (০১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার চারতলা বিশিষ্ট একটি ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আম্বিয়া খাতুন তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার মৃত আব্দুল লতিফ খাঁনের মেয়ে। তিনি ওই বাড়িতে ভাই সালাউদ্দিনের সাথে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, আম্বিয়া খাতুন বাক প্রতিবন্ধী নারী। তিনি নিজ বাড়িতে তার ভাইয়ের সাথে বসবাস করতেন। নিহতের পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে হঠাৎ তার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন । খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ। তবে বৃদ্ধের সাথে কার এমন শত্রæতা থাকতে পারে এমন প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |