আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক মুক্ত আশুলিয়া চাই’সহ বিভিন্ন শ্লোগানে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে মানব বন্ধন করেছে এলাকাবাসি।
সোমবার বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জাতীয় স্মৃতিসৌধের গেটের সামনে নিরিবিল বস্তি এলাকার মাদক রাণী জুলেখা বেগম ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে পাথালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মনববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানব বন্ধনে এসময় উপস্থিথ ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মহলিা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভিন লাকি, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন নিরিবিলি শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গণ বিশ^বিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিকসহ পাথালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানব বন্ধনে বক্তারা জানান, জুলেখা নামের ওই নারী নিরিবিলি বস্তি এলাকার চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে স্থানীয় যুবকদের ধ্বংসের দারপ্রান্তে নিয়ে এসেছে। তাই তাকে ও তার সহযোগীদের গ্রেফতারের দাবী জানিয়ে এ মানব বন্ধন। তাকে গ্রেফতারপূকর্বক শাস্তির দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |