আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভার- আশুলিয়ার বিভিন্ন সড়কে নিয়ন্ত্রণহীনভাবে চলছে অবৈধ তিন চাকার যান। ।ট্রাফিক পুলিশ আর হাইওয়ে পুলিশের লোক দেখানো জড়িমানা,মামলা ও জব্দসহ ভিভিন্ন কর্মকান্ড।
প্রতিদিন সকালে আর সন্ধায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, আশুলিয়ার ডিইপিজেড, বাইপাইল মোড়, বগাবাড়ী স্ট্যান্ড,২০ মাইল, জিড়াবর,জামগড়া, আশুলিয়া বাজার স্ট্যান্ড ও সাভারের বিভিন্ন রাস্তার মোড়ে থ্রি-হুইলার যানের জটলা। এসময় ১০ মিনিটের পথ ১ ঘন্টায়ও যাওয়া যায় না।
বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, সাভার উপজেলা অঞ্চলে প্রায় ৮৮টি ফিটার রোড রয়েছে। এসব ফিটার রোডে হাজার হাজার ব্যাটারি চালিত অবৈধ রিকশা, অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলার সহ তিন চাকার অবৈধ যান চলাচল করছে। এসব যান ফিটার রোড থেকে সরাসরি আবার মহাসড়কে প্রবেশ করছে। ফলে মহাসড়কে ঘটছে প্রতিনিয়তই ছোট-বড় দূর্ঘটনা। এসব থ্রি-হুইলার নিয়ন্ত্রণ করা দূরুহ হয়ে দাড়িয়েছে। একজন রিকশা চালক বাইপাইল স্ট্যান্ড থেকে আশুলিয়া প্রেসক্লাব পর্যন্ত ২০ টাকা ভাড়া দাবি করেন। ১০ টাকর ভাড়া কেন ২০ টাকা দিতে হবে জানতে চাইলে সে বলে এই মাসে ২ বার আমার রিকশা পুলিশ আটক করেছে। ২ বারে ২ হাজার টাকা জরিমানা দিয়েছি । তার নিকট জরিমানার মানি রিসিপ দিয়েছে কি জানতে চাইলে তিনি বলেন কোন রিসিপ দেয়না । এই জন্য যাত্রিদের নিকট থেকে ন্যায্য ভাড়ার অতিরিক্ত টকিি আদায় করি। এ ভাবে প্রতিদিন ট্রাফিক পুলিশ আর হাইওয়ে পুলিশ জড়িমানা,মামলা ও জব্দসহ বিভিন্ন দন্ড দিয়ে থাকে তার চেয়ে বেশি ভিতি প্রদর্শন করে অর্থ হাতিয়ে নিয়ে পকেট ভারি করছে। দুরপাল্লা পরিবহনের যাত্রিরা বলেন পত্রপত্রিকায় দেখতে পাই হাইওয়ে ও ট্রাফিক পুলিশ বর্তমানে ব্যাটারি চালিত অবৈধ রিকশা, অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলার সহ তিন চাকার অবৈধ যানবাহন গুলোকে জড়িমানা,মামলা ও জব্দ করে ড্যাম্পিং দন্ড প্রদান করে থাকলে মহাসড়ক গুলো এখনো তাদের দখলে রয়েছে কিভাবে অভিযোগ তাদের। তবে শুটকির নৌকায় বিড়াল দিয়ে পাহাড়া দিলে ওই নৌকায় একটিও শুটকি মাছ থাকবেনা সাংবাদিক ভাই।
এত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান মানুষের জানমালের নিরাপত্তার জন্য এবছরের জানুয়ারী ঘেকে ২০ অক্টোবর পর্যন্ত ৯২৪টি যান জব্দ করা হচ্ছে। ডাম্পিং করা হয়েডোম্পিং করা হয়েছে ৪৭ টি গাড়ি ।প্রশিকিউশন দাখিল করা হয়েছে ৮৭৭ টি। জড়িমানা করা হয়েছে ২১ লাখ ৯২ হাজার ৫শত টাকা।এ ছাড়া মোবাইল কোর্টেও মাধ্যমে জড়িমানা হয়েছে ৬ লাখ ২৫ হাজার টাকা। থ্রি –হুইলার চালকদের সচেতনা বৃদ্ধিও জন্য ৩৫টি নোটিশ বোর্ড বিভিন্ন সড়কের মোড়ে লাগানো হয়েছে। বিতরণ করা হচ্ছে সচেতনা মুলক লিফলেট ।
সাভার হাইওয়ে তানার ওসি আরও বলেন, গাজীপুর রিজিয়ন হাইওয়ের পুলিশ সুপার আলী আহমেদ খাঁনের নির্দেশে,সাভার ও আশুলিয়ার মহাসড়কে চলাচলরত থ্রি-হুইলার কিংবা ব্যাটারি চালিত রিকশা অটোরিকশার বিরুদ্ধে সাভার হাইওয়ে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সে অনুযায়ী ,প্রতিদিন মহাসড়ক থেকে তিন চাকার যান জব্দ ,জড়িমানা করা, মামলা দেয়া হচ্ছে সে সঙ্গে থ্রি-হুইলার চালকেরা যাতে মহাসড়কে না ওঠে সেজন্য মাইকিংসহ সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |