- প্রচ্ছদ
-
- অপরাধ
- সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক স্থানে দুই শিশু ধর্ষনের শিকার
সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক স্থানে দুই শিশু ধর্ষনের শিকার
প্রকাশ: ১ অক্টোবর, ২০২০ ১:১২ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া ( ঢাকা) প্রতিনিধি ঃ পৃথক ঘটনায় সাভার,আশুলিয়া দুই শিশু ও এক প্রতিবন্ধি ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করেছে।
পুলিশ বলছে,সাভারের আনন্দপুর এলাকায় একটি বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকতো পাঁচ বছরের এক শিশু। তার বাবা মা পোশাক কারখানায় কাজ করতো। পরে গেল সোমবার বাসায় কেউ না থাকায় মনোয়ারুল ইসলাম নামের এক প্রতিবেশী যুবক শিশুটিকে চকলেট দেখার প্রভোলন দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল তার বাবা মাকে ধর্ষনের বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করেন। পুলিশ গতকাল বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী ব্যক্তি মনোয়ারুল ইসলামকে আটক করে।
অন্যদিকে আশুলিয়ার গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় দারুল কুরআন নূরানী হাফিজিয়া মডেল মাদ্রায় আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক আব্দুল আজিজের বিরুদ্ধে। এঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছে।
এছাড়া ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা এলাকায় এক বিশ বছরের প্রতিবন্ধি ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ ধর্ষণকারী ব্যক্তি আবুল কালাম আজাদকে ওই এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে।
এঘটনায় দুই থানায় দুইটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের করেছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে সংশ্রিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন ধর্ষণকারী ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হবে আজ।
Please follow and like us:
20 20