আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৭
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীতে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর নেতৃতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ এর নেতৃত্বে দুপুর ২টায় মিরপুর কাজিপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শেওরাপাড়া পর্যন্ত সড়ক পদিক্ষণ করে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল এবং যুগ্ম আহবায়ক সরকার মুকুলের নেতৃত্বে একটি মিছিল রানার প্লাজা থেকে শুরু হয়ে জেলা বিএনপির কর্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু এর নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়।
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সভাপতি জাকির হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবিদুর রেজা রিপনের নেতৃত্বে একটি মিছিল বিএনপি কার্যালয় থেকে শুরু করে সমবায় মার্কেট পর্যন্ত গেলে পুলিশ আটকে দেয়।
রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন ও মহানগরের সাধারণ সম্পাদক মোকছেনুল আরেফিন রুবেলের যৌথ নেতৃত্বে একটি মিছিল জেলা কার্যালয় থেকে শুরু হয়ে মূল সড়কে বের হওয়ার সময় পুলিশ আটকে দেয়।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিক আলম বুলু ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল বিএনপি কার্যালয় থেকে শুরু হলে পুলিশের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুস ছাত্তারকে গ্রেফতার করে।
কুমিলা মহানগরের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে বিকাল ৩ টায় শহরের কান্দিরপাড় ধর্মসাগরের পাড় থেকে শুরু হয়ে বাদুড়তলা রোড পদিক্ষণ করে।
ব্রাক্ষণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষাভ মিছিল শহরের টিপু রোড থেকে শুরু হয়ে কলেজ গেটে গিয়ে শেষ হয়।
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মুসলিম কোয়ার্টার চিলড্রেন পার্ক থেকে শুরু হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত প্রদিক্ষণ করে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভির আহমেদ টুটুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দুপুর ১২ টায় শহরের রেলগেট থেকে শুরু করে জেলা স্কুল মোড় পদিক্ষণ করে।
কিশোরগঞ্জ সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আঠার বাড়ি কাচারী থেকে মানসী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে শহরের কাজির দেউরি থেকে একটি বিক্ষোভ মিছিল হয়।
এছাড়াওভোলা,গাইবান্ধা,বরিশাল,
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |