- প্রচ্ছদ
-
- খুলনা
- সারাদেশ ব্যাপি ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
সারাদেশ ব্যাপি ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ -সারাদেশ ব্যাপী ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক নেতা আব্দুস সালাম, হাফিজুর রহমান, বাবুল আক্তার লাল্টু, খান জাহান আলী, কাজী মোহাম্মদ আলী, হুমায়ন কবিরী টুকু। মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে জেলার সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।
Please follow and like us:
20 20