নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের আলোক প্রজ্বলণ কর্মসূচী পালিত হয়েছে।
০৭ অক্টোবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাভার উপজেলা বঙ্গবন্ধু চত্বরে এ আলোক প্রজ্বলন কর্মসূচী পালন করা হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান দিপু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা শাহিন চৌধুরী দ্বিপ ও আশুলিয়া ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম আরিফ।
এসময় আলোক প্রজ্জ্বলন কর্মসূচীতে অংশ নিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, জননেত্রীর বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। ধর্ষকদের দৃষ্টান্তমূলক ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।
ক্যাপশনঃ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর এর আলোক প্রজ্জ্বলণ কর্মসূচীর ছবি।