আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকার সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জের মেঘনা সেতু এলাকা পর্যন্ত পথে পথে তীব্র যানজট। এরপর মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত পুরো অংশ ফাঁকা। এই অংশে কোনো যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নেই এই পথ পাড়ি দিতে পারছেন।
মহাসড়কের সায়েদাবাদ থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশ পাড়ি দিতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগছে। মহাসড়কটি যানজটমুক্ত হলে ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার অতিক্রম করতে ৫০ মিনিট সময় লাগত।
ঢাকা থেকে গ্রামে ঈদ করতে আসা চাঁদপুরের গহরী গ্রামের কলেজছাত্রী সানজিদা আক্তার, মতলব দক্ষিণ উপজেলার পিতাম্বর্দী গ্রামের চাকরীজীবী সবুজ মিয়া, ঢাকা-গৌরীপুর বিআরটিসি পরিবহনের বাসের চালক সিরাজুর ইসলামসহ বেশ কয়েকজন বলেন, ঢাকা থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত পৌঁছাতে যানজট না হলে ৫০ মিনিটের মতো সময় লাগত। অথচ ওই পথ পাড়ি দিতে চার থেকে পাঁচ ঘণ্টা লেগে যাচ্ছে। যানজটে আটকা পড়ে ঘরমুখী যাত্রী আর যানবাহনের চালকেরা ভোগান্তি পোহাচ্ছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, ঈদ সামনে রেখে দাউদকান্দি হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তাই মহাসড়কের দাউদকান্দি, কুমিল্লা ও মুন্সিগঞ্জের গজারিয়া অংশে কোনো যানজট নেই।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |