আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:১৪
মানিকগঞ্জ:-মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার কায়সার হামিদ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। নিহত ব্যক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামের
কায়সার হামিদ (৪৫)। সে বিভিন্ন থানার ৯টি মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই র্যাব সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ব্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন। তিনি বলেন, সিংগাইর আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা রাস্তায় চলাচলকারী যানবাহন থামাতে গুলি ছোড়ে।
ভয়ে চালক গাড়ি থামালে দুবৃত্তরা সর্বস্ব লুটে নিয়ে যায়। র্যাবের ওপর হামলার ঘটনা এমনই ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ আমাদের সদস্যরা মাইক্রোবাসে ছিলেন। সন্ত্রাসীরা সেটাকে সাধারণ যাত্রীর গাড়ি মনে করে গুলি চালাতে পারে। আমাদের গাড়িতে গুলি চালানোর পর র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার কায়সার নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ডাকাতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |