- প্রচ্ছদ
- মিডিয়া
- সিনিয়র সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই
সিনিয়র সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই
প্রকাশ: ১৮ মে, ২০২৩ ৯:৩৮ পূর্বাহ্ণ
প্রবীণ সাংবাদিক মোঃ মাহতাব উদ্দিন আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ মাহতাব উদ্দিন ১৯৪১ সালের ৩০ জুলাই পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পাকিস্তান বেতারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে অবসর নেন।
আজ বৃহস্পতিবার রাতে পাবনা সদরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রবীণ সাংবাদিক মোঃ মাহতাব উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Please follow and like us:
20 20