আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৩
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ঘরে থাকা কোরআন শরীফ সম্পূর্ণ অক্ষত রয়েছে গেছে।
গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া সদর ইউনিয়নের দড়িপারা গ্রামের আব্দুল মমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আব্দুল মমিনের স্ত্রী মনিজা খাতুন ও ছেলে আতিকুল গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন নেভাতে গ্রামবাসী এগিয়ে আসে। নেভাতে ব্যর্থ হলে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নাদির হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুন দ্রুত নেভাতে সক্ষম হই। অগিকাণ্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |