আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৬
বিডি দিনকাল ডেস্ক:-সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু ।এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বিএনপি ও বিরোধী দলগুলো নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের নামে পুলিশ মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে হয়রানি করছে। তিনি বলেন, এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই- ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতা কুক্ষিগত রাখতে পারবে না।
অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি মুলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |