বিডি দিনকাল ডেস্ক :- সিলেটের লামাকাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের নাম সিলেটের লামাকাজী এম এ খান সেতুটিতে নামফলক পুনঃ স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য আবারো সৌন্দর্যতা বৃদ্ধি পেল সেতুর ১৯৮৪ সালে নির্মিত ‘এডমিরাল এম এ খান সেতু’ । সিলেট- সুনামগঞ্জ মহাসড়ক (লামাকাজী)তে অবস্থিত। এ সেতুর নামটির “এডমিরাল এম এ খান” লেখা অংশটি কিছুদিন আগে ফেলে দেওয়া হয়। তখন সেতুটিতে শুধু “সেতু,সিলেট” লেখাটুকু দৃশ্যমান ছিল। এই নিয়ে দেশে বিদেশে প্রতিবাদের ঝড় উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (এম এ খান) সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের সন্তান। ১৯৮২ থেকে ১৯৮৪ সালের জুন পর্যন্ত সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম এ খান। ওই সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রথম সেতু নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৪ সালের ১ জানুয়ারি সেতুটির উদ্বোধন করা হয়। সেতু নির্মাণের আগে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় ফেরি চলাচল ছিল। সেতুটি উদ্বোধনের প্রায় সাত মাসের মাথায় ১৯৮৪ সালের ৬ আগস্ট এম এ খান মারা যান। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লামাকাজী এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রথম সেতুর নাম এম এ খানের নামে করা হয়।সরকারি নথিপত্রে সেতুর নাম ‘রিয়ার অ্যাডমিরাল এম এ খান সেতু’ আছে ।
এর আগে সেতু থেকে নামফলক ফেলে দেওয়ার ঘটনায় দেশে বিদেশে প্রতিবাদের ঝড় উঠে। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন হোসেন সহ বহির্বিশ্ব বিএনপির নেতৃবৃন্দ।