আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৪
বিডি দিনকাল ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুলবুল নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন। ছুরিকাঘাত করে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে ক্যাম্পাসের গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী বুলবুল আহমদ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলায়।
শিক্ষার্থীরা জানিয়েছে- রাতে গাজীকালু টিলার উপর লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ওই শিক্ষার্থীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন শিক্ষার্থী। পরে তারা বিষয়টি প্রক্টরিয়াল বডি ও পুলিশকে অবগত করেন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন- ‘কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তদন্ত চলছে। আমরা কয়েকজন জিজ্ঞাসাবাদ করছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |